পার্কিং করে রাখা বাসকে প্রাইভেট কারের ধাক্কা, তরুণ ব্যবসায়ী নিহত

হাটহাজারী প্রতিনিধি:: রাউজান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসকে ধাক্কা দেয় প্রাইভেট কার। এতে ঘটনাস্থলে নিহত হন প্রাইভেট কারে থাকা যুবক হোসেন তারিক বাপ্পা (২৬)।
গুরুতর আহত আহাদ নামে আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে হাটহাজারী উপজেলার সর্তারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন তারিক বাপ্পা হাটহাজারী উপজেলার পশ্চিম মেখল এলাকার ব্যবসায়ী আবুল কালাম আজাদের ২য় পুত্র। আহত আহাদ হোসেন নিহতের মামাতো ভাই বলে জানা গেছে।

হোসেন তারিক বাপ্পা ও আহাদ রাউজানে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। প্রোগ্রাম শেষে তারা ব্যক্তিগত প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বলেন, হাটহাজারী উপজেলার সর্তারঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসকে ধাক্কা দেয় প্রাইভেটকার। প্রাইভেট (ঢাকা মেট্টো ভ ১১-১১৬৮)কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন প্রাইভেট কারে থাকা যুবক হোসেন তারিক বাপ্পা। আহাদ নামে আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে স্বপরিবারে হাটহাজরী পশু হাসপাতালের পাশে কনক বিল্ডিংয়ে বসবাস করে আসছেন। এদিকে একইদিন বাদে জুমা জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মো. কামরুল আজম জানান, রাউজানে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোসেন তারিক বাপ্পা ও আহাদ। প্রোগ্রাম শেষে তারা ব্যক্তিগত প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন। হোসেন তারিক বাপ্পা প্রাইভেট কার চালাচ্ছিলেন।