বার্মিজ সিগারেটসহ নাইক্ষ্যংছড়ির ২ ব্যক্তি আটক

নিউজডেস্ক: রামু উপজেলার গর্জনিয়া ফাঁড়ী পুলিশের বিশেষ অভিযানে মিয়ানমারের তৈরি ১৯ শত প্যাকেট বার্মিজ মারবেল সিগারেটসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা রাবার ড্যাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা সিগারেটের আনুমানিক মুল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। আটক ব্যক্তিরা হলো- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা আমতলী গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দন (১৮) ও একই গ্রামের মকবুল আহাম্মদের ছেলে বদিউর রহমান (২৫)।

গর্জনিয়া ফাঁড়ী পুলিশের ইনচার্জ মো. আলমগীর বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাস, চোর, ডাকাত ও অসাধু মাদক ব্যবসায়ী, চোরাচালান কারবারীদের ধরতে ফাঁড়ী পুলিশের এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।