জাপানের এনইসি যুক্তরাজ্যে ফাইভজি স্থাপন করবে

ফাইভজি ইকুইপমেন্ট বসানোর কাজ জাপানিজ ফার্ম এনইসিকে দিয়েছে যুক্তরাজ্য সরকার। চীনা কোম্পানি হুয়াওয়ের বদলে এই কাজ এনইসিকে দেওয়া হয়েছে।

সোমবার ডিজিটাল সেক্রেটারি ওলিভার ডওডেন জানান, আগামী সেপ্টেম্বর থেকে ফাইভজি স্থাপনের কাজে হুয়াওয়ের ইকুইপমেন্ট ব্যবহার করতে পারবে না টেলিকম কোম্পানিগুলো।

এ বিষয়ে তিনি বলেন, ফাইভজি নেটওয়ার্ক থেকে ঝুঁকিপূর্ণ ভেন্ডরকে সরাতে আজ আমি একটি পরিস্কার পর্থ তৈরি করলাম।

নির্ধারিত সময়ের আগেই এ সিদ্ধান্ত কার্যকর করবে যুক্তরাজ্য সরকার।

ন্যাশনাল টেলিকমস ল্যাবের পরিকল্পনায় এনইসি এর সঙ্গে কাজ শুরু করতে ৩৩৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা। আগামী বছরের মধ্যেই ফাইভজি অ্যাক্সেস নেটওয়ার্ক (রান) তৈরি করবে এনইসি।

যুক্তরাজ্যে হুয়াওয়ের স্থাপিত সব ফাইভজি ইকুইপমেন্ট ২০২৭ সালের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। গত ১৫ জুলাই যুক্তরাজ্যে ফাইভজি স্থাপনের ইকুইপমেন্ট (সরঞ্জাম) সরবরাহের কাজ হারায় হুয়াওয়ে