রাউজানে সড়কের পাশে তাল গাছের চারা রোপন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে তালবীজ থেকে তাল গাছের চারা তৈয়ারী করে রাউজানের বিভিন্ন সড়কের পাশে রোপন করা হচ্ছে । রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তরের উদ্যোগে তাল বীজ সংগ্রহ করে তাল বীজ থেকে তাল গাছের চারা উৎপাদন করার পর রাউজানের বিভিন্ন সড়কের পাশে তাল গাছের বীজ রোপন করা হয় । গতকাল ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে ডাবুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আরব নগর এলাকায় গোসাইর হাট (সুড়ঙ্গা) সড়কের পাশে তাল গাছের চারা রোপন করার মাধ্যমে তাল গাছের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান খান, উপজেলা প্রকল্প অফিসের অফিস সহকারী হাবিবুর রহমান, ইউপি মেম্বার নুরুল আলম, আজাদ সিকদার প্রমুখ । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, বজ্রপাত থেকে রক্ষায় রাউজানের বিভিন্ন এলাকায় পুবেই সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ৫ হাজারের বেশী তালবীজ রোপন করা হয়েছে সড়কের পাশে ও বিভিন্ন প্রতিষ্টানের আঙ্গিনায় পুকুর ও জলাশয়ের পাড়ে । এই অর্থ বৎসরে রাউজানে তালবীজ থেকে উৎপাদিত তাল গাছের ১ হাজার চারা রাউজানের বিভিন্ন এলাকায় সড়কের পাশে পুকুর জলাশয়ের পাড়ে, বিভিন্ন প্রতিষ্টানের আঙ্গিনায় রোপন করার কার্যক্রম শুরু করা হয়েছে ।