সড়ক দূর্ঘটনায় আইঅাইইউসির ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় আইঅাইইউসির(আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের) ছাত্র নিহত
নিহত ছাত্রের নাম ফরিদুল ইসলাম (২৭) । সে আইআইইউসির কুরআনিক সাইন্সের ছাত্র।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বানুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করেছে বার আউলিয়া হাইওয়ে পুলিশ।

নিহত ফরিদুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সাইন্সের সাইন্সের ৫ম সেমিষ্টারের ছাত্র। তিনি চকরিয়া রায়পুর ষ্টেশন এর মোজাহার মেম্বারের বাড়ীর মৃত নূর মোহাম্মদের পুত্র । পড়ালেখার জন্য তিনি দীর্ঘদিন ধরে বানুরবাজার এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকতেন।

জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে বানুর বাজার বায়তুল আমান জামে মসজিদে আসে। পরে নামায পড়ে বের হওয়ার সময় ঢাকামুখী লেনে বেপরোয়া গতিতে আসা নিয়ন্ত্রণহীন একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে পুলিশ।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে।