অগ্নিকাণ্ডে নিহদের স্মরণে চসিক’র দোয়া মাহফিল

পুরান ঢাকাস্থ চকবাজারের নন্দকুমার দত্ত ও চুরিহাট্রা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার রাষ্ট্রীয় শোক দিবসের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। আজ দুপুরে সিটি কর্পোরেশন কেবি আবদুচ সত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে চসিক ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সামসুদ্দোহা,সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবু শাহেদ চৌধুরীসহ কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারনুর রশিদ চৌধুরী ।

মিলাদ মাহফিলে অগ্নিকান্ডে যার নিহত হয়েছে তাদের রুহের মাগফেরাত এবং তাদের পরিবার পরিজনকে শোক সহ্য করে ধৈর্য ধরার তৌফিক দানের জন্য মহান আল্লাহ তাল্লাহ্র কাছে প্রার্থনা করা হয় ।