নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে অজ্ঞাত এক যুবকের ছুরিকাঘাতে আহত হয়েছে এক ইউপি সদস্য। আহত ইউপি সদস্যের নাম এমরান চৌধুরী (৪৫)। সে গড়দুয়ারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।
আজ সোমবার (২৫ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার ইছাপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত এমরান কান্দর আলি চৌধুরী বাড়ির মো. ওমর চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কস্থ ইছাপুর বাজারে দুপুর পৌনে দুইটার দিকে একজন যুবক ইউপি সদস্য এমরানকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক পাঠিয়ে দেন। কর্ত্যবরত চিকিৎসক জানান তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
আহত এমরান জানান, জামসেদ নামে এক যুবক পেছন দিক থেকে এসে কোন কিছু বুঝার আগেই ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কেন মেরেছে? আমি জানিনা।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় একটি মুরগীর দোকান থেকে ছুরি নিয়ে ইউপি সদস্য এমরানকে অতর্কিতভাবে পেছন থেকে আঘাত করে। এতে স্থানীয়রা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ঘটনাটা শুনেছি উনি এখন চট্টগ্রাম মেডিকেলে আছেন। এখনও আমাদের কাছে কেউ আসেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।