‘গুণীশিক্ষক-গবেষকদের জ্ঞান-গবেষণা যথার্থ অর্থে কাজে লাগাতে হবে’

ক্রাউনসিমেন্টগ্রুপের‘ইঁংরহবংং জবংবধৎপয ড়হ ইৎধহফ ঊয়ঁরঃু’ শীর্ষকগবেষণাকার্যক্রমে অংশগ্রহণকৃত চট্টগ্রামবিশ^বিদ্যালয়পরিসংখ্যানবিভাগের ৩১ জনশিক্ষার্থীকেসনদ বিতরণ, গুণীশিক্ষক ও খ্যাতিমানপ্রকৌশলীদের সম্মাননাপ্রদানঅনুষ্ঠান (ওহঃবৎহ ঈবৎঃরভরপধঃরড়হ চৎড়মৎধস ড়হ ইঁংরহবংং জবংবধৎপয ড়হ ইৎধহফ ঊয়ঁরঃু ধহফ অধিৎফ ভড়ৎ ঊীপবষষবহপব রহ ঞবধপযরহম ্ ঊহমরহববৎরহম) ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় চবিবিজ্ঞানঅনুষদ গ্যালারিতেঅনুষ্ঠিতহয়। এতে প্রধানঅতিথি হিসেবেউপস্থিত থেকে সনদ বিতরণকরেনএবংভাষণ দেন চট্টগ্রামবিশ^বিদ্যালয়েরমাননীয়উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানেবিশেষঅতিথির বক্তব্য রাখেনচবিবিজ্ঞানঅনুষদেরডিনপ্রফেসর ড. মোহাম্মদ সফিউলআলমএবং ক্রাউনসিমেন্টগ্রুপের উপদেষ্টাজনাবশংকরকুমাররায়।
মাননীয়উপাচার্য তাঁরভাষণেচট্টগ্রামবিশ^বিদ্যালয়েরশিক্ষার্থীদেরনিয়েগবেষণাকার্যক্রম পরিচালনাকরাএবং গুণীশিক্ষক ও প্রকৌশলীবৃন্দকে সম্মাননাপ্রদানঅনুষ্ঠানআয়োজনকরায়আয়োজকবৃন্দকে বিশেষধন্যবাদ জানান। তিনিবলেন, চট্টগ্রামবিশ^বিদ্যালয়েআমাদেরপ্রাণপ্রিয়শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবীএবংঅপার সম্ভাবনাময়। আমাদেরশিক্ষার্থীরা দেশে-বিদেশে সরকারী-বেসরকারীবিভিন্নপ্রতিষ্ঠানেগবেষণামুলক ও প্রতিযোগিতামুলকনানাবিধকার্যক্রমে অংশগ্রহণকরে মেধার স্বাক্ষর রেখেচলেছে। মাননীয়উপাচার্য আরওবলেন, আমাদের গুণীশিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের মেধা-মনন, প্রজ্ঞা ও অভিজ্ঞতাএবংজ্ঞান-গবেষণায় এ বিশ^বিদ্যালয়কেঅধিষ্ঠিতকরেছেন এক অনন্য উচ্চতায়। তিনিবলেন, আমাদের মেধাবীশিক্ষার্থীরা বিশ^াবিদ্যালয়ের গুণীশিক্ষকদেরসান্নিধ্যে থেকে পঠন-পাঠনেঅধিকতরমনযোগীহয়েএকদিকে নিজেদেরজ্ঞানভান্ডার সমৃদ্ধ করছেঅন্যদিকে বিভিন্নসামাজিকসাংস্কৃতিককর্মকান্ডে সম্পৃক্ত হয়েজ্ঞান-গবেষণায় দক্ষ ও বহুমাত্রিক যোগ্যতাসম্পন্ননাগরিকহিসেবেনিজেদের তৈরীকরছে। মাননীয়উপাচার্য সম্মাননাপ্রাপ্ত গুণীশিক্ষক ও প্রকৌশলীদের সুস্বাস্থ ও দীর্ঘায়ুকামনাকরেন। অনুষ্ঠানেমাননীয়উপাচার্যকে উত্তরীয়পরিয়ে দেন এবং সম্মাননা স্মারকপ্রদানকরেন।
সম্মাননাপ্রাপ্ত ১০ জন গুণীশিক্ষকহলেন, চট্টগ্রামবিশ^বিদ্যালয়েরমাননীয়উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরী, চবিমাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণআখতার, বিজ্ঞানঅনুষদেরডিনপ্রফেসর ড. মোহাম্মদ সফিউলআলম, পরিসংখ্যানবিভাগেরসভাপতিপ্রফেসর ড. মোহাংমনিরুলইসলাম, উক্ত বিভাগেরঅবসরপ্রাপ্তপ্রফেসর ড. আমিনুররসিদ, প্রফেসর ড. মো. শামসুদ্দিন, প্রফেসরএসএমসফিকুলইসলাম, প্রফেসর ড. রবীন্দ্র নাথ শীল, প্রফেসর ড. সুলতানআহমেদ এবংরনদাপ্রসাদ শাহাবিশ^বিদ্যালয়েরমাননীয়উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমাররয়। এছাড়া সম্মাননাপ্রাপ্ত ৫ জনখ্যাতিমানপ্রকৌশলীবৃন্দ হলেন-লিভিংকনসালটেন্ট এন্ড কন্সট্রাকশনেরব্যবস্থাপনাপরিচালকপ্রকৌশলীজনাব মো. নাসিমউদ্দিন, জে এসএলইঞ্জিনিয়ারিং-এরপ্রধাননির্বাহীকর্মকর্তাপ্রকৌশলীজনাবআব্দুলহালিমসিকদার, বি ই পি জেট এ ইকোনোমিক জোনেরউপসহকারীপ্রকৌশলীজনাব মো. তরিকুলইসলাম, প্ল্যানিংপিটুপি-এরপরিচালকআর্কিটেক্ট জনাবরতনমন্ডলএবংপিটুপিফ্যামিলিরপরিচালকআর্কিটেক্ট জনাবমাহাদীইফতেখার।
চবিপরিসংখ্যানবিভাগেরসভাপতিপ্রফেসর মোহাংমনিরুলইসলামেরসভাপতিত্বে ও সহযোগীঅধ্যাপকজনাব মোহাম্মদ মনিরুজ্জামান ভূঞারপরিচালনায়অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রাউনসিমেন্ট-এররিসার্চ প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্টবিভাগেরব্যবস্থাপকজনাব মো. আতোয়ার হোসেন। অনুষ্ঠানেচবি’রবিভিন্নবিভাগের সম্মানিতশিক্ষকবৃৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থপতিগণপ্রকৌশলীবৃন্দ, ক্রাউনসিমেন্টগ্রুপেরকর্মকর্তাবৃন্দ এবংবিপুলসংখ্যকশিক্ষার্থী উপস্থিত ছিলেন।