অবৈধ অভিবাসীদের সুখের দিন শেষ: ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অভিবাসীদের জন্য কঠোর হচ্ছে ইতালির অভিবাসন নীতি- এমনটাই আভাস দিলেন ইতালির অভিবাসন বিরোধী নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তো সালভিনি।

রবিবার এক সমাবেশে যোগ দিতে ইতালির শরনার্থী অধ্যুষিত সিসিলি অঞ্চলে এসেছেন সালভিনি। অভিবাসন-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই তিনি এ সফরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

১ জুন ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নীতি নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তো সালভিনি। অভিবাসীদের কীভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায় সে লক্ষেই কাজ করবেন তার সরকার। এছাড়াও নতুন করে ইতালিতে অভিবাসী ও শরনার্থী প্রবেশ ঠেকাতেও কাজ করবেন তিনি।

শনিবার শপথ গ্রহণের পরপরই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সালভিনি বলেন, ‘অবৈধ অভিবাসীদের সুখের দিন শেষ। অচিরেই দেশে ফেরত পাঠানো হবে তাদের। ইতালিতে সন্ত্রাসী ও পাচারকারীদের ঠাঁই দেয়া হবে না।’

সিসিলির দক্ষিণাংশে অবস্থিত পোজ্জালো বন্দর ইতালির অন্যতম অভিবাসী আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচিত। ২০১৭ সাল থেকে এ পর্য্ন্ত প্রায় ১৩ হাজার ৫০০ শরণার্থী প্রবেশ করেছে এ বন্দর দিয়ে। ডেইলি মেইল