দক্ষিণ চট্টগ্রামে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী তালিকা অনুমোদন দেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, পটিয়ায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আনোয়ারায় বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বাঁশখালীতে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব সাদলী, বোয়ালখালীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলম,

চন্দনাইশে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম নাজিম উদ্দিন, লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী মনোনয়ন পেয়েছেন।