আমরা প্রশাসন ও পুলিশের কোনো আন্তরিক ভূমিকা দেখিনি

প্রকাশিত সংবাদের জেরেই সাংবাদিক গোলাম সরোয়ারকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার ও সহকর্মীরা সন্দেহ করছেন। আর সন্দেহের তীর যাদের দিকে তারাও রাজনৈতিকভাবে প্রভাবশালী। তাই বলেই কি পুলিশের এই গাছাড়া ভাব? এমন প্রশ্ন চট্টগ্রামের সাংবাদিকদের মাঝে।

সিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। পুলিশকে নির্বাক ভূমিকা থেকে সরে সবাক হবার আহ্বান নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারের সহকর্মীদের। তবে বরাবরের মতোই ‌‘চেষ্টা চালিয়ে যাচ্ছি’ ‘অল্প সময়ের’ মধ্যেই তাকে অক্ষতাবস্থায় উদ্ধার করা হবে; তোতাপাখি বুলির মত এসব বলেই যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা।

কোতোয়ালি থানার ওসি সাংবাদিকদের আশ্বাস দিয়েও গত চার দিনে নিখোঁজ এ সাংবাদিককে উদ্ধারে ব্যর্থ হয়েছেন। তাই বাধ্য হয়ে সাংবাদিকরা সিএমপি কমিশনারের সামনে অবস্থান নিয়ে গোলাম সরোয়ারকে উদ্ধারের দাবিসহ জানিয়েছেন আল্টিমেটাম। এরআগে বিষয়টি জানানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকেও।

আজ রোববার সকাল ১১টায় সিইউজে’র সভাপতি মোহাম্মদ আলী পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, আমরা জনগণের বন্ধু পুলিশের উপর আস্থা রাখতে চাই। আমরা কাউকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। কিন্তু দুঃখের বিষয়, গোলাম সরোয়ার নিখোঁজ হওয়ার পর থেকে আমরা প্রশাসন ও পুলিশের কোনো আন্তরিক ভূমিকা দেখিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের ভাই সাংবাদিক গোলাম সরোয়ারকে ফিরে না পাই তাহলে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবরে স্মারকলিপি প্রদান করবো।’

তিনি আরও‌ বলেন, ‘পুলিশ প্রশাসনের এ নির্বাক অবস্থান থেকে সরে আন্তরিক অবস্থান নিক। আজকের এ অবস্থান কর্মসূচিতে আমরা আমাদের ভাই সাংবাদিক গোলাম সরোয়ারকে অক্ষতভাবে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো। আগামীকাল (সোমবার) বেলা ১২টার মধ্যে আমরা যদি তাকে ফিরে না পাই তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবরে স্মারকলিপি প্রদান করবো। এরপরেও যদি খুঁজে না পাই তাহলে আমরা আরো কঠোর অবস্থান‌ গ্রহণ করবো। আমরা আমাদের ভাইকে ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

এ কর্মসূচিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, ‘আমাদের আজকের এ অবস্থান কোনো রাষ্ট্র সিদ্ধান্তের বিরুদ্ধে নয়। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের ভাই সাংবাদিক গোলাম সরোয়ারকে অক্ষত অবস্থায় উদ্ধারের প্রচেষ্টায় পুলিশকে আরো তৎপর হতে। আমরা কারো ভূমিকা বা কারো অবদানকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমরা শুধু আমাদের ভাই, আমাদের সহকর্মীকে সুস্থভাবে ফিরে পেতে চাই।’

এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, গোলাম সরোয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী, প্রচার সম্পাদক ইফতেখার উল ইসলাম, ফটো ইউনিটের প্রধান সোহেল সরওয়ার, টিভি ইউনিটের প্রধান মাসুদ উল হক প্রমুখ।
এ অবস্থান কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি বলেন, ‘আমরা সার্বিকভাবে চেষ্টা করছি সাংবাদিক গোলাম সরোয়ারকে অক্ষত অবস্থায় খুঁজে বের করতে। তদন্তের স্বার্থে তাকে খুঁজে বের করার চেষ্টা ও প্রক্রিয়া প্রসঙ্গে আপতত কিছু জানাতে চাই না। তবে আমরা আশাবাদী, আমরা খুব অল্প সময়ের মধ্যে সফল হবো।’