টেকনাফে ৪টি স্বর্ণ বারসহ একজন আটক

শামসু উদ্দীন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে ৪টি স্বর্ণবারসহ মো. শাহ আলম (৩১) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় তার পরনে জুতার ভেতরে তল্লাশি চালিয়ে ৫৬ভরি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, গতকাল বুধবার রাতে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ার বালুখালীগামী একটি ইজিবাইকে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে খবরে টেকনাফের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে ওই ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী মো. শাহ আলমের জুতার ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫৬ভরি ১৪ আনা ৩ রতি। উদ্ধার স্বর্ণের বৈধ কোন কাগজপত্র ছিলনা। এসব স্বর্ণ সরকারী শুল্ক ফাঁকি দিয়ে পাচার করছিল। এই বিষয়ে স্বর্ণের বারসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দিয়ে স্বর্ণের বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিজিবির এই কর্মকর্তা।