নিউজ ডেস্ক: প্রথমার্ধে ম্যানচেস্টার সিটিকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল নিউপোর্ট কাউন্টি। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তা দ্বিতীয়ার্ধে আর ধরে রাখতে পারেনি চতুর্থ সারির দলটি। বিশাল জয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে পেপ গুয়ার্দিওলার দল।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর ম্যাচটিতে ৪-১ গোলের জয় পায় সিটি। জোড়া গোল করেন তরুণ মিডফিল্ডার ফিলিপ ফোডেন। একটি করে গোল করেন লেরয় সানে ও রিয়াদ মাহারেজ।
একের পর এক আক্রমণে গিয়েও গোলের দেখা পাচ্ছিল না সিটি। সমস্ত শক্তি দিয়ে রক্ষণ আগলে রাখে নিউপোর্ট। তবে দ্বিতীয়ার্ধে অতিথিদের আর দমিয়ে রাখতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই সিটিকে এগিয়ে নেন সানে। ৭৫তম ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। ৮৮তম মিনিটে পাদ্রেইগ অ্যামন্ডের নৈপুণ্যে একটি গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে নিউপোর্ট।
ম্যাচের শেষটা পুরোটাই নিজেদের করে নেয় সিটি। ৮৯তম নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ইংলিশ ফুটবলার ফোডেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন মাহারেজ। জয়োল্লাসে মাতে সিটিজেনরা।