চট্টগ্রাম কাস্টম হাউসে দিনভর দুর্ভোগ

ইন্টারনেট ও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতিতে দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে দিনভর দুর্ভোগে ছিলেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্যায় পড়েন তারা।

চিটাগাং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, আজ বেলা ১১টা থেকে সারা দিন কাস্টম হাউসের সার্ভার একপ্রকার কাজই করেনি। ৪-৫ মিনিটের বেশি স্থায়ী হয়নি সংযোগ। ফলে বিল অব এন্ট্রি দাখিল, শুল্কায়ন, রাজস্ব জমা দেওয়া, পণ্য খালাসে নেতিবাচক প্রভাব পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম জানান, ইন্টারনেট ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতি ছিল। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আশাকরি, বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে কাজ করা যাবে।