ঘুমের মধ্যেই ৮জনের মৃত্যু

আহত অর্ধশত : ৪০০ঘর পুড়ে ছাই
■ চার সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রামের চাকতাই ভেড়ামার্কেট বস্তিতে আগুন। বন্দর নগরীর বাকলিয়া থানাধীন চর চাকতাই ভেড়ামার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডে আট জনের মৃত্যু ও অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন । আজ রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, এডিএমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্তের জন্য এক সপ্তাহের সময় দেয়া হয়েছে। ক্ষতিপূরণ নির্ধারণ চলছে। আরো লাশ ভস্মষ্তুপে চাপা পড়ে আছে কিনা তা খুঁজে দেখতে দমকল বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও সকাল নয়টায়ও এই প্রতিবেদককে জানান ডিসি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী এ প্রতিবেদককে আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ভেড়া মার্কেট বস্তির ৪০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভোর পাঁচটার মধ্যেই অগ্নি নির্বাপণ সম্ভব হয়েছে।
স্থানীয়রা বস্তিটির ৪০০ঘরের দুই সহস্রাধিক বাসিন্দার মধ্যে হুড়োহুড়িতে নানাভাবে অন্তত ৫০জন আহত হয়েছেন বলে দাবি করেছেন। তবে পুলিশ ও দমকল বিভাগ এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি ।
ওসি বাকলিয়া জানান, ‘একই পরিবারের নারী ও শিশুসহ চারজন পুড়ে ছাই হয়ে গেছেন। এছাড়াও আরো চারজনের লাশ পাওয়া গেছে। ঘুমন্ত অবস্থাতেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে যে ক’জনের নাম পাওয়া গেছে তারা হলেন রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) । অন্যজনের নাম পরিচয় সনাক্তকরণের চেষ্টা হচ্ছে।’
চটগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রোববার ভোর রাত ৩:৩২ মিনিট নাগাদ সৃষ্টি হওয়া এই আগুন লাগার কারণ জানা যায়নি। আটটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে তিনিও স্বীকার করেছেন।
আগুন নেভাতে আটটি ইউনিট কাজ করে বলে জানান তিনি।