কারিগরি শিক্ষা কোনো একটা বিষয়ে দক্ষ করে তোলে। প্রযুক্তির যুগে তাত্ত্বিক জ্ঞান থেকে হাতে-কলমে প্রশিক্ষিণ জ্ঞান বেশি সমাদৃত। তাই কারিগরি শিক্ষার গুরুত্বও বেশি।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) চন্দনাইশ আসহাব সিরাজ স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব কথা বলেন।
বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, হাতে-কলমে বাস্তবধর্মী শিক্ষাই হলো কারিগরি শিক্ষা। সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করছে। যাতে কারিগরি শিক্ষার মান আরও উন্নত হয়।
সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, চন্দনাইশের এমপি নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক ড. সেলিম মাহমুদ, দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুব আলম, কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু আহমদ জুনু প্রমুখ।