শামিমাকে নিয়ে বৃটেনে তুমুল বিতর্ক

জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়া মুসলিম যুবতী শামিমা বেগমকে নিয়ে লন্ডনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি এখন অন্তঃসত্ত্বা। তার দাবি অনুযায়ী, তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা। তিনি আরো তিনজন মুসলিম কিশোরিকে নিয়ে লন্ডন থেকে পালিয়ে গিয়ে সিরিয়ায় আইএসে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি একটি শরণার্থী শিবিরে অবস্থান করছেন। সেখান থেকে লন্ডনে ফিরতে চাইছেন শামিমা। তিনি চাইছেন, তার সন্তান লন্ডনেই জন্মগ্রহণ করুক। কিন্তু তাকে কি বৃটেনে ফিরতে দেয়া উচিত? এ নিয়ে তুমুল বিতর্ক বৃটেনে।

অনেকেই তার পক্ষে মত দিচ্ছেন। আবার অনেকে বিপক্ষে। তাকে যারা সমর্থন করছেন তার মধ্যে রয়েছেন কুখ্যাত গুয়ানতানামো বে বন্দিশিবিরের সাবেক বন্দি বৃটিশ নাগরিক মোয়াজ্জম বেগ। তিনি বলেছেন, শামিমাকে বৃটেনে আসতে দেয়া উচিত। কারণ, তিনি অন্তঃসত্ত্বা দশার শেষ ধাপে রয়েছেন এবং তিনি কোনো রকম হুমকি নন।
শামিমা বেগমের এখন বয়স ১৯ বছর। তিনি গ্রিন অ্যান্ড বেথনেল এলাকা থেকে দুই সহশিক্ষার্থীকে সঙ্গে নিয়ে চার বছর আগে পূর্ব লন্ডন থেকে পালিয়েছিলেন ২০১৫ সালে। সিরিয়ায় যাওয়ার পর তিনি আইএসের এক বিদেশী যোদ্ধাকে বিয়ে করেন। তার এর আগে দুটি সন্তান হয়েছিল। তারা মারা গেছে। শামিমা বলেছেন, যদি সিরিয়ায় শরণার্থী শিবিরে তার সন্তান জন্ম নেয় তাহলে তাকে হত্যা করা হতে পারে। এ জন্য সন্তানের নিরাপত্তার জন্য বৃটেনে ফিরতে চান। তাকে ক্ষমা করে দেয়ার জন্য লন্ডনে বসবাসকারী তার পরিবার সরকারের কাছে করুণা ভিক্ষা করেছে। তবে সরকার ইঙ্গিত দিয়েছে যে, তাকে সেই সুযোগ দেয়া হবে না। একটি টেলিভিশন চ্যানেলে ‘গুড মর্নিং বৃটেন’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মোহাজ্জম বেগ। তিনি এ সময়ে শামিমার পক্ষে কথা বলেছেন। শামিমার ভবিষ্যত নিয়ে যখন চারদিকে বিতর্ক তখন তিনি তাকে বৃটেনে ফিরতে দেয়ার অনুরোধ করেছেন।