পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল মাবুদ (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ চেষ্টা চালালে শনিবার পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দিলে রাতেই বৃদ্ধাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার বৃদ্ধ পেকুয়া সদর পূর্ব মেহের নামা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
কিশোরীর পিতা আবদুল মালেখ বলেন, আবদুল মাবুদ আমার প্রতিবন্ধী কিশোরী মেয়েকে একা সর্বনাশ করেছে। তার বিরুদ্ধে এজাহার দেয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
তবে এ ঘটনায় অভিযুক্ত আবদুল মাবুদের মেয়ের জামাই নাছির উদ্দিন ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবী করেন।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অভিযোগ পেয়েই আবদুল মাবুদকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।