রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি করেছে টেসলা

চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি করেছে টেসলা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, তৃতীয় প্রান্তিকে তারা মোট ১ লাখ ৪৫ হাজার ৩৬টি গাড়ি উৎপাদন করা হয়। এর মধ্যে বিক্রি হয় ১ লাখ ৩৯ হাজার ৩০০টি গাড়ি।

টেসলা ৩ ও টেসলা ওয়াই মডেল উৎপাদন করা হয় ১ লাখ ২৮ হাজার ৪৪টি গাড়ি। বিক্রি হয় ১ লাখ ২৪ হাজার ১০০টি গাড়ি। মডেল এস ও মেডেল এক্স তৈরি করা হয় ১৬ হাজার ৯৯২টি গাড়ি। বিক্রি হয় ১৫ হাজার ২০০টি গাড়ি।

দ্বিতীয় প্রান্তিকের চেয়ে তাদের বিক্রির পরিমাণ অনেক বেড়েছে। গত প্রান্তিকে বিক্রি হয়েছিলো ৯০ হাজার ৬৫০ টি গাড়ি।

এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি গাড়ি বিক্রির রেকর্ড ছিলো গত বছরের শেষ প্রান্তিকে। সে সময় তাদের বিক্রি হয় ১ লাখ ১২ হাজার গাড়ি।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গাড়ি বিক্রির মাধ্যমে টেসলার কতো আয় হয়েছে তা জানা যাবে অক্টোবরের শেষে।

টেসলাকে নিয়ে প্রতিষ্ঠাতা ইলন মাস্ক অনেক বড় স্বপ্নই দেখেন। তার অনুমান, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর টেলসা ২ কোটি গাড়ি উৎপাদন করতে পারবে।

স্বপ্নটি পূরণ হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে বর্তমান সময়টাও খারাপ কাটছে না ইলন মাস্কের। চলতি বছর তার টেসলা কোম্পানি রেকর্ড পরিমাণ লাভ করায় তিনি এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন।