তপন মল্লিকের উপর হামলাকারী মাদক কারবারী গিয়াস মাদকসহ আটক

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া নাটার বাড়ীর মৃত গোপাল মল্লিকের পুত্র দরিদ্র তপন মল্লিক (৪৯) প্রতিদিন মিল থেকে মরিচের গুড়া ক্রয় করে নিয়ে এলাকায় বাড়ীতে বাড়ীতে গিয়ে মরিচের গুড়া বিক্রয় করে। মরিচের গুড়া বিক্রয় করে যা আয় করেন তা দিয়ে দরিদ্র তপন মল্লিক তার পরিবারের ব্যয়ভার বহন করতে হিমসিম খেতে হয় । তারপর ও মরিচের গুড়া বিক্রয় করা লাভের টাকা দিয়ে এক স্ত্রী দুই কন্যা সন্তান এক ছেলে সন্তান নিয়ে পরিবারের সকলেই অভাব অনটনের মাধ্যমে দিনযাপন করছেন । দরিদ্র তপন মল্লিকের বসতভিটায় পরিবার পরিজন নিয়ে ভাঙ্গা ঘরে বসবাস করে। এলাকার স্থানীয় মেম্বার মিটু শীল রাউজান উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দরিদ্র তপন মল্লিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত টিনের নির্মান করা ঘর প্রদান করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত টিনের ঘরে দরিদ্র তপন মল্লিক তার পরিবার পরিজন নিয়ে মাথঅ গোজার ঠাই পায় । প্রধানমন্ত্রী শেখ হাসিার প্রদত্ত ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে দরিদ্র তপন মল্লিক মরিচের গুড়া বিক্রয় করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে । গত ২ অক্টোবর শুক্রবার স›দ্ব্যা ৬টার সময়ে দরিদ্র তপন মল্লিক মরিচের গুড়া বিক্রয় করে বাড়ী ফেরার পথে তার বাড়ীর অদুরে ইদ্রিস কলোনীর পাশে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন মদ্যপায়ী মাতাল অবস্থায় দরিদ্র তপন মল্লিকের উপর হামলা করে। মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন দরিদ্র তপন মল্লিকের মাথা ও হাতে, পায়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে। মাদক ব্যবসায়ী গিয়াসের হামলায় মারাত্বক ভাবে আহত তপন মল্লিকের শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ী গিয়াস পালিয়ে যায় । মারাত্বক আহত অবস্থায় তপন মল্লিককে এলাকার লোকজন উদ্বার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় । চিকিৎসা শেষে তপন মল্লিক তার বাড়ীতে গতকাল ৩ অক্টোবর শনিবার সকালে ফিরে আসেন । দরিদ্র তপন মল্লিক মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনের হামলায় আহত হওয়ায় তার পরিবারের সদস্যরা শংকার মধ্যে দিন যাপন করছেন । তপন মল্লিকের কন্যা সন্তান অর্পিতা মল্লিক বলেন, বাবাকে ছুরি দিয়ে হামলা করে আহত করেছে । বাবার আয়ের পথ ব›দ্ব হওয়ায় আমরা কিভাবে চলবো । আমাদের আহারের ব্যবস্থা কে করবে । ঘটনার পর পর সংবাদ পেয়ে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুনের নেতৃত্ব পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনের আস্তানায় অভিযান চালিয়ে ১৫ লিটার পাহাড়ী চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে আটক করে। রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন বলেন, মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে ১৫ লিটার পাহাড়ী চোলাই মদ সহ গ্রেফতার করা হয়েছে । মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বিরুদ্বে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে আদালতে সোর্পদ করেছেন পুলিশ । মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন রাউজান উপজেলার ৩নং চিকদাইর ইউনিয়নের দক্ষিন পাঠান পাড়ার কালু মেম্বারের বাড়ীর মৃত মনু মিয়ার পুত্র। স্থানীয় মেম্বার মিটু শীল সহ এলাকার লোকজন মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান ।