

কক্সবাজারে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সাগরে গোসল করতে নেমে ঢাকার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ফাতীন ইতমাম মাহমুদ (২৩) বলে জানা গেছে।
সৈকতের সি-গাল পয়েন্টে আজ শুক্রবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে নেমে এই শিক্ষার্থী ডুবে যান বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
মাহমুদ ঢাকার মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লকের বাসপাড়া তৃতীয় কলোনির মাহমুদুল হোসাইনের ছেলে। ঢাকার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।