‘ফজলে করিমকে সহযোগিতা করুন’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উত্তর জেলা কমিটি ও এর আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভাসহ তৃণমূলের কমিটিগুলোর শূন্য পদ পূরণের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরের নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ তাগিদ দেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১০ বছরে দেশে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে গত ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করেছে।’

সম্প্রতি উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান রাউজানের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘রাউজানে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। ফজলে করিম চৌধুরী এমপি হওয়ার পর থেকে সেখানে সাংগঠনিক অবস্থা পরিবর্তন হয়েছে। ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজান এগিয়ে যাচ্ছে। আশাকরি তার নেতৃত্বে উত্তর জেলা আওয়ামী লীগ এগিয়ে যাবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা ফজলে করিম চৌধুরীকে সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলে তিনি সংগঠনকে এগিয়ে নিতে পারবেন।’

এ সময় তিনি দলের বিভিন্ন ইউনিটের শূন্য পদগুলো দলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে পূরণ করে নিতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে তাগিদ দেন।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী, আবদুল ওহাব, জীতেন্দ প্রসাদ নান্টু, মহিউদ্দীন রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিতসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।