নিউজডেস্ক: আরো ১ হাজার ২৭৯টি পর্ন সাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিটিআরসি দেশের সবগুলো আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠিয়েছে। এরইমধ্যে বিটিআরসির নির্দেশনা কার্যকর করতে শুরু করেছে আইআইজি। এ ব্যাপারে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, পর্ন সাইট বন্ধের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার উদ্যোগ নিয়েছে। এভাবে চলতে থাকলে ইন্টারনেট সেবা নিরাপদ রাখা সম্ভব হবে। এর আগে চার দফায় বিটিআরসি প্রায় ৩ হাজার পর্ন সাইট বন্ধের নির্দেশ দেয়।