আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের অন্যতম আলেমেদ্বীন মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী কওমী অপশক্তির দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হতে নারায়ণগঞ্জ জেলা আদালতে জামিনে মুক্তি হওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের আয়োজনে চট্টগ্রাম মুরাদপুর চত্বরে শোকরানা সভা ও আনন্দ মিছিল সংগঠনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নগর উত্তর সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। সংগঠনের প্রচার সম্পাদক কাজী মুহাম্মদ আরাফাত এর সঞ্চালনায় শোকরানা সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট নগর উত্তর সহ সভাপতি মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মাওলানা মুহাম্মদ ওমাইর রজভী, যুবনেতা এডিএম আরুছুর রহমান, মাওলানা মঈনুদ্দীন রেজভী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা মুখতার আহমদ রজভী, যুবনেতা মুহাম্মদ হাবীবুল মোস্তফা সিদ্দিকী, ছাত্রনেতা মুহাম্মদ ইদ্রিস কাদেরী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ মুসা, আলম কায়সান, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ ইব্রাহিম, আবু সায়েম মুহাম্মদ কায়ুম, মুহাম্মদ ওসমান গনি, এসএম মেজবাহ উদ্দিন, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ হানিফ মান্নান, মুহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ সাইদ, মুহাম্মদ কিবরিয়া, মুহাম্মদ নূর হোসেন, মুহাম্মদ আনিক, মুহাম্মদ তৈয়্যব, মুহাম্মদ বেলাল প্রমুখ। বক্তারা বলেন, ইসলামের মূলধারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামআত বাংলাদেশ। যেটি ইসলামের শ্বাশত আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে জাতীয় জীবনে একটি সুস্থ্য স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ তথা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যে কোন অপতৎপরতার বিরুদ্ধে এই সংগঠনের স্বোচ্চার ভূমিকা কোনভাবেই বিস্মৃত হওয়ার নয়। দুঃখজনক হলেও সত্য যে, যুগে যুগে এ আহলে সুন্নাত ওয়াল জমা’আতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী চক্র এবং কওমী অপশক্তির বিরোধীতা অতীতেও অব্যাহত ছিল এখনও রয়েছে। যার ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের খ্যাতিমান আলেমেদ্বীন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে নারায়নগঞ্জ ফতুল্লা থানায় এ কওমী অপশক্তি একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে এবং এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বক্তারা বলেন, মামলা হামলার মাধ্যমে আহলে সুন্নাতকে দমিয়ে রাখা যাবে না। আজ ২৬ সেপ্টেম্বর দুপুরে মুফতি আলাউদ্দিন জিহাদীকে নারায়ণগঞ্জ জেলা আদালতে জামিনে মুক্তি দেওয়ায় বক্তারা বিচার বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে মিলাদ কিয়াম ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে শোকরানা সভা সমাপ্তি হয়।