পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাকপুরা ইউনিয়ন শাখা গঠিত

আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বোয়লাখালী উপজেলার অধীনে ০৪নং শাকপুরা ইউনিয়ন শাখা গঠনকল্পে শাকপুরা শ্রীশ্রী গোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর ২০২০ইং, বিকাল ৫:০০ঘটিকায় পরিষদের সভাপতি শ্রী শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী ডা: শ্যামাপ্রসাদ দাশের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা দপ্তর সম্পাদক শ্রী রুবেল কুমার শীল। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক শ্রী অধীর দে। বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক শ্রী সুমন আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী রাজু আচার্য্য, মহিলা সম্পাদিক শ্রীমতি বিউটি চৌধুরী, সাংস্কৃতিক সম্পতিকা দিপ্তী মল্লিক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ চৌধুরী, শ্রী নয়ন চৌধুরী, শ্রী বিপ্লব চৌধুরী, শ্রী রানা চৌধুরী, শ্রী জুয়েল শর্মা, শ্রী সুদশন শীল প্রমুখ।
সভায় শেষে সকলের সম্মতিক্রমে ইউপি সদস্য শ্রী শ্যামল বিশ্বাস টিসুকে সভাপতি এবং তরুণ সংগঠক, সনাতনী সাপোর্ট টীমে বোয়ালখালী উপজেলার দায়িত্বশীল শ্রী জুয়েল চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৪২৭-১৪২৮বঙ্গাব্দ দুই বছরের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী উপজেলা ০৪নং শাকপুরা ইউনিয়ন শাখার অনুমোন দেওয়া হয়।>> প্রেস বিজ্ঞপ্তি