নিজস্ব প্রতিবেদক: ঢোল, গিটারের সুরমূর্ছনা, গান, নাচ, আবৃত্তির ঝংকার, কথামালা আর বাসন্তী উচ্ছ্বাসের রঙিন উৎসবে বরণ করা হচ্ছে ঋতুরাজ বসন্তকে। ধুম পড়েছে প্রিয়জনের সঙ্গে সেলফি তোলার।
নগরের সিআরবির শিরীষতলায় প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় শুরু হয় বর্ণিল বসন্ত উৎসব।
স্বপন দাশ, পার্থ দাশ, দিবস দাশ, অর্ক দাশের ঢোলের বোলে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। এরপর ছিল প্রিয়তোষ বড়ুয়ার পরিচালনায় ভায়োলিনিস্টের অনবদ্য পরিবেশনা। তারা আনন্দলোকে মঙ্গলালোকে, ফুলে ফুলে ঢলে ঢলে, সুন্দর সুবর্ণ, আহা আজি এ বসন্তে গানগুলো তুলে ধরেন গিটারের সুরে।
শিল্পী কাবেরী সেনগুপ্তের পরিচালনায় সমবেত কণ্ঠে যখন ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান’ পরিবেশিত হচ্ছিলো তখন মাঠ কানায় কানায় ভরে যায়। এরপর ছিল নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের একঝাঁক ক্ষুদে শিল্পীর মনোমুগ্ধকর নৃত্য।
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তনুশ্রী বলে, ফাল্গুন মাসের প্রথম দিন প্রতিবছর মায়ের সঙ্গে বসন্ত উৎসবে আসি। হলুদ গাঁদায় সাজিয়ে দেন মা। খুব ভালো লাগে।
অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। তিনি বলেন, ২০১১ সাল থেকে সিআরবির শিরীষতলায় বসন্ত উৎসব করছে প্রমা। প্রতিবছর এর কলেবর বাড়ছে। এবার রাত নয়টা পর্যন্ত উৎসব চলবে।
এদিকে বোধনের আয়োজনে এবার ডিসি হিলের পরিবর্তে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার ও আমবাগানের শেখ রাসেল স্টেডিয়ামে বসন্ত উৎসব হচ্ছে। এ ছাড়া এমএ আজিজ জিমনেসিয়ামে একুশে বইমেলা পরিষদ, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বসন্ত উৎসব হচ্ছে নগরের বিভিন্ন স্থানে।
ভিড় জমেছে নগরের মোমিন রোড, চেরাগি পাহাড়, ডিসি হিলসহ আশপাশের ফুলের দোকানগুলোতে।