অর্থ নয়, জনসেবাকে গুরুত্ব দিন: ভূমিমন্ত্রী

অর্থ নয়, জনসেবাকে গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কোভিড-১৯ আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লন্ডন থেকে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে ভূমিমন্ত্রী বলেন, চিকিৎসা সেবাদানে মা ও শিশু হাসপাতালের অবদান অনেক। পিসিআর ল্যাব স্থাপন করে মা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবা দানে আরও এক ধাপ এগিয়ে গেল।

‘তবে পিসিআর ল্যাবের শতভাগ সেবা যাতে রোগীরা পায়- সে বিষয়টা নিশ্চিত করতে হবে। ’ যোগ করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বিসহ পিসিআর ল্যাব বাস্তবায়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ম্যানেজমেন্ট সেলের মেম্বার সেক্রেটারি রেজাউল করিম আজাদের সঞ্চালনায় এবং সভাপতি ডা. মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম প্রমুখ।