টেকনাফ প্রতিনিধঃঃ
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও বিজিবির পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা ও একটি সিএনজিসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের অভিযানে আটককৃতরা হলেন, মৃত হোসেন আহম্মদের ছেলে নূছরুল্লাহ, নঈমুল্লাহর ছেলে রমিদুল্লাহ, নূরুল ইসলামের ছেলে শফিক আলম। অপরদিকে বিজিবির অভিযানে আটককৃতরা হলেন ঢাকা হাজারীবাগ ঝিগাতলা, ৩২নং ওয়ার্ডের শামীম আহমদের ছেলে সানি (৩০) ও রামু চাকমারকুল এলাকার আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩০)।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএনএম) হায়াত ইবনে সিদ্দিক জানান, আজ ভোরে উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় সন্দেহজনক তিন ব্যক্তিকে তল্লাশী করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি আলুর বস্তার ভিতর ও তাদের দেহে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
অরপদিকে, টেকনাফ ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, গতকাল শনিবার বিকাল ৪টার সময় শীলখালী মেরিনড্রাইভ সড়কের বিজিবি তল্লাশী চৌকিতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করে লুকানো অবস্থায় ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
এই ঘটনায় জব্দকৃত মাদকসহ আটককৃতদের আইনী প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত সিএনজি শুল্ক গুদামে হস্তান্তরের প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।