বিনা পয়সায় পরীক্ষার্থীদের পৌছে দিচ্ছে অটোচালকরা

নিউজ ডেস্ক: অন্যান্যবারও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অটোচালকরা নানা উপহার রাখেন। সঙ্গে দেওয়া হয় জলের বোতলও। এবারও তার অন্যথা হচ্ছে না। শুধু এই দুই পরীক্ষা নয়। আইসিএসই, সিবিএসই, আইএসসি এবং মাদ্রাসা পরীক্ষার্থীদেরও এই ফ্রি সার্ভিস রাখছেন অটোচালকরা। তবে এই ফ্রি সার্ভিসে কতই বা ক্ষতি হবে? একেক জন চালক বড়জোড় দুই থেকে তিন ট্রিপ করে ছাত্রছাত্রী নেবেন। কারণ ক’জনই বা ছাত্রছাত্রী একেকটি রুটের আওতায় পড়বে!, জানালেন উল্টোডাঙা রুটের এক অটোচালক। উত্তর কলকাতার আইএনটিটিইউসি-র সভাপতি মানা চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। তাছাড়া ক্যাটবেরি, পেন, জলের বোতলও দেওয়া হবে তাদের। সমস্ত পরীক্ষার্থীদের অনেক শুভেচ্ছা।” মঙ্গলবার থেকে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস চালাবে সরকার। পাশাপাশি বেসরকারি বাসমালিকদেরও পরিষেবা ঠিক রাখতে বলা হয়েছে সরকারের তরফে।