বিশ্বসেরার শর্ট লিস্টে সাকিব ও মাহমুদুল্লাহ দুই বাংলাদেশি

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। যাতে অলরাউন্ডার তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছে দুই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে স্পষ্ট, ৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দুইয়ে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৩৩৮। অন্যদিকে ৩১৪ এবং ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়-চতুর্থস্থান দখলে নিয়েছেন মোহাম্মদ নবী এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এর পরের স্থান লঙ্কান পেস অলরাউন্ডার থিসারা পেরেরার।

এদিকে, বোলিং র‌্যাঙ্কিংয়ে রশিদ খান প্রথমস্থান (৭৯৩ রেটিং পয়েন্ট) অক্ষণ্ন রাখলেও দুইয়ে উঠে এসেছেন ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব (৭২৮) তিন নম্বরে পাকিস্তানি স্পিনার শাদাব খান (৭২০ রেটিং)। বোলিং রাঙ্কিংয়ের সেরা পাঁচে অপর দুজন ইমাদ ওয়াসিম (৭০৫) ও আদিল রশিদ (৬৭৬)।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে আছেন বাবর আজম (৮৮৫ রেটিং পয়েন্ট), কলিন মুনরো (৮২৫), অ্যারন ফিঞ্চ (৮০৬), এভিন লুইস (৭৫১) ও গ্ল্যান ম্যাক্সওয়েল (৭৪৫)।

প্রসঙ্গত, গত ডিসেম্বরের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলেনি বাংলাদেশ। অর্থাৎ র‌্যাঙ্কিংয়ে পয়েন্টের হিসেবে ব্যাক্তিগত এবং দলগতভাবে বাংলাদেশিদের কোনো প্রকার নড়াচড়া নেই। রেটিং পয়েন্ট আগের অবস্থানেই আছে।