চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ওয়াসি আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী দগ্ধ হয়ে গাড়ির ভেতরেই মারা যান। তাদের নাম এখনও জানা যায়নি।