উখিয়া সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার,আটক-২

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারে উখিয়ায় বিজিবি ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দুই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।
জানা গেছে,উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল গফুর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব -১৫)।সোমবার রাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঘগোনা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবদুল গফুর নাইক্ষ্যংছড়ির চাকঢালা ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে।র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, হলদিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগঘোনা এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব ধাওয়া করে আবদুল গফুরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার ব্যাগ তল্লাশি করে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ।এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই রাতে কক্সবাজার ৩৪ বিজিবির বালুখালী বিজিবি সদস্যরা রহমতের বিল এলাকায় মো: কামালের বাড়িতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে এ সময় তার ছেলে মো: জামাল উদ্দিনকে আটক করা হয়। তার স্বীকাক্তি মতে বাড়ির উঠানে গর্ত করে অতি কৌশলে লোকায়িত অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করা হয়েছে বলে কক্সবাজার ৩৪ বিজিবি উপ পরিচালক মো: তাজিমুল ইসলাম এই তথ্য নিচ্ছিত করেছে।