রাউজানের পাহাড়তলীতে সৈয়্যদ তৈয়্যব শাহ(রঃ) ওরশ অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃরাউজানে পবিত্র শোহাদায়ে কারবালা’র স্মরণে ও আওলাদে রাসূল, গাউসে জামান, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)’র সালানা ওরস মোবারক উপলক্ষ্যে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ আগষ্ট শুক্রবার ২৮ আগস্ট বাদে আসর হতে উপজেলার পাহাড়তলী চৌহমুনীস্থ গ্রীণ সেন্টার মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী ইউনিয়ন শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এই মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মুহাম্মদ ফজলে আকবরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাছান।
সংগঠনের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের দক্ষিণ রাউজান শাখার সভাপতি অধ্যক্ষ আবু মোস্তাক আল- কাদেরী, নোয়াপাড়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসার সুপার ও খানপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শওকত হোসেন রেজভী।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, গাউসিয়া কমিটি উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আহমেদ সৈয়দ, বর্তমান সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর, সহ-সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হানিফ, ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল মাবুদ খান, হাজী মুহাম্মদ মনসুর, এম বেলাল উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী আমির হোসেন, জানে আলম, মো. ইসমাঈল, মো. সোহেল মজুমদার, মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মমতাজ মিয়া, পাহাড়তলী চৌহমুনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএএম রুবেল, ফিরোজুল ইসলাম চৌধুরী, মাওলানা মুহাম্মদ রেজাউল কবির, মোহাম্মদ সাহেদ, স্থানীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ ইস্কান্দর, মোহাম্মদ রকি, মুহাম্মদ মাসুদ, প্রমুখ।
মাহফিলে ইউনিয়নের আওতাধীন ১১টি সাংগঠনিক কমিটির কর্ম তৎপরতার ভিত্তিতে ঊনসত্তর পাড়া ইউনিট,শেখপাড়া ইউনিট-১ ও ইউনিট-২ কে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হয়।
মাহফিলে মিলাদ পরিচালনা করেন শায়ের মুহাম্মদ তৌছিফ রেজা।মাহফিলে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সুস্বাস্থ্য ও উন্নত জীবন কামনা এবং সকল মানবজাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।