ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুরুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়িঃ উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, বীর মুক্তিযোদ্ধা,রাঙ্গামটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা এম জহুরুল হকের ১৯ তম শাহাদাৎ বার্ষিকী আজ (মঙ্গলবার) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ,ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাঁর কবর জিয়ারত ও পূস্পস্তবক অর্পণ উল্লেখ করা যেতে পারে যে, উনিশ বছর আগে ২৫ আগষ্ট গভীর রাতে স্বাধীনতা বিরোধী সংগঠন নিয়ন্ত্রিত কতিপয় চিহৃিত সন্ত্রাসী ঘুমন্তাবস্থায় তাঁকে গুলি করে হত্যা করে। তাঁকে স্মরণীয় করে রাখার জন্য উপজেলা প্রশাসন “মুক্তিযোদ্ধা জহুরুল হক হল” নামে উপজেলা হলের নামকরণ করা হয়।