নিজস্ব প্রতিবেদক: বইপড়ার নেশা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাওয়ায় সমাজে বিরূপ প্রভাবও পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা চট্টগ্রামের উদ্বোধনকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
সুন্দর বইমেলা আয়োজনের জন্য মেয়রকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, জায়গা নির্বাচনে চসিক চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকার ৫৫টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। অনুষ্ঠানমালা নান্দনিকভাবে সাজানো হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা বাঙালিরা মেধাবী। ইউরোপের বাইরে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কবিগুরু। গাছের যে প্রাণ আছে প্রথম যে আবিষ্কার করেন তিনি স্যার জগদীশ চন্দ্র বসু। বাঙালিরা যুগে যুগে মেধার স্বাক্ষর রেখেছেন। বাংলা সাহিত্য পৃথিবীর অন্যতম সমৃদ্ধ সাহিত্য। অনেক বই অন্য ভাষায় অনূদিত হয়েছে। সমগ্র পৃথিবীতে সমাদৃত হয়েছে।
আজ তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব। গত ১০ বছরে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব ঘটে গেছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী যখন দ্বিতীয়বার দেশ পরিচালনার দায়িত্ব পান তখন ২০০৮ সালের ডিসেম্বরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮ লাখ। এখন হয়েছে ৮ কোটির বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমসংখ্যক মানুষ।
দেশে কয়েক হাজার অনলাইন মিডিয়া আছে। স্থানীয় পত্রিকাসহ প্রায় ২ হাজারের কাছাকাছি পত্রিকা। ৩০টির বেশি টেলিভিশন অন এয়ারে আছে। ৪০টি লাইসেন্স পেয়েছে। আরও কয়েকটি অন এয়ারে আসবে। ব্যাপক পরিবর্তন ঘটেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় ১৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের ১১০টি প্রকাশকের স্টল রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রতি বছর নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে বইমেলা শুরু হবে। আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হবে। অনেক বেশি স্টল দেওয়া যাবে।
স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা ।বক্তব্য দেন বইমেলার আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, বইমেলার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, সচিব সুমন বড়ুয়া ও যুগ্ম সচিব জামাল উদ্দিন।
নাজমুল হক ডিউক বলেন, এবার নতুন উদ্যমে একুশের বইমেলার আয়োজন। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। আমরা যদি বই কিনি তবে প্রকাশকরা আগামীতে মেলায় আসার আগ্রহ দেখাবেন।
জামাল উদ্দিন বলেন, চট্টগ্রামে দেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হচ্ছে। আগে বিক্ষিপ্ত বইমেলা হতো। সম্মিলিত একুশে বইমেলার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানাব, আমাদের প্রকাশনা শিল্পের ঐতিহ্য ধরে রাখতে বইমেলা সফল করুন।