নিজস্ব প্রতিবেদক: নগরীর সম্মিলিত বই মেলায় পাঠকের ব্যাপক সমাগম হয়েছে । আনুষ্ঠানিক উদ্বোধনের প্রথম দিনে বইপ্রেমি পাঠকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সম্প্রীতির বাধনে বেঁধে বইমেলা প্রাঙ্গণ হয়ে উঠে প্রাণবন্ত।
আজ রোববার (১০ ফেব্রুয়ারি) শুরু হয়েছে চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত সম্মিলিত অমর একুশে বইমেলা।
বইমেলা উদ্ভোধন হওয়ার আগেই প্রায় সব বয়সী মানুষের ঢল নেমেছে। সবারই চোখে মুখে বইমেলাকে ঘিরে আনন্দের কমতি নেই। ধীরে ধীরে জমে ওঠছে মেলা প্রাঙ্গণ।
মেলায় ঘুরতে আসা মিজান জানান, সন্ধ্যায় আমার প্রাইভেট টিউটর আসবে বাসায়। তাই সন্ধ্যায় না এসে এখন আসলাম। বই কিনবো ছড়া আর কমিকের।
এই বিষয়ে মেলায় ঘুরতে আসা আসমা জানান, বইমেলা আমার কাছে আলাদা অনুভূতি। শুধু প্রহর গুনছিলাম। এখন থেকে রাত নয়টা পর্যন্ত মেলায় সময় কাটাবো।
বই মেলার স্টল ব্যবসায়িরা জানান, মানুষের আনাগোনা বাড়ছে। প্রথম দিন হিসেবে আগ্রহ থাকবে। ব্যবসাও জমবে।