বিএনপি নেতা ও বোয়ালখালী পৌর মেয়র আবু কারাগারে

বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি ও পৌর মেয়র হাজী আবুল কালাম আবু ও বোয়ালখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন খোকনকে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।আজ ১০ ফেব্রুয়ারী রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। আসামিরা সবাই হাইকোর্টে থেকে জামিনে ছিলেন।২০১৮ সালের শেষেরদিকে তাদের বিরুদ্ধে নগরীর চান্দগাও থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছিল।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন,চান্দগাও থানায় দায়ের করা নাশকতা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেয় বিএনপির নেতারা। সেই জামিনের মেয়াদ শেষে তারা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আসামিপক্ষ জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবুল কালাম, এড, জানে আলম, এড,জয়নুল আবেদীন, এড, শামসুল ইসলাম।
উল্লেখ্য,একই মামলায় ইলিয়াছ ডিলার নামের এক আওয়ামীলীগ নেতাকেও কারাগারে পাটানো হয়েছে। তিনি নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগ দিয়েছিলেন।