চট্টগ্রামের সাত উপজেলায় নৌকার প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম উপজেলা নির্বাচনে চট্টগ্রামের সাত উপজেলার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

মনোনয়নপ্রাপ্তরা হলেন-সন্দ্বীপে মো. শাহাজাহান, সীতাকুণ্ডে এসএম আল মামুন, রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, ফটিকছড়িতে মোহাম্মদ নাজিম উদ্দীন, মিরসরাইয়ে মো. জসিম উদ্দিন, রাউজানে একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও হাটহাজারীতে এসএম রাশেদুল আলম।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের ১২২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

১৮ মার্চ দ্বিতীয় ধাপে এসব উপজেলায় ভোট হবে। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।’

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, তফসিল অনুযায়ী জেলার ১৪টি উপজেলার মধ্যে ৭টির নির্বাচন ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এসব উপজেলার ভোটার, ভোটকেন্দ্র-কক্ষ ও ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। এসব তালিকা অনুমোদনের জন্য ইসিতে পাঠানো হয়েছে।

এবার পাঁচ ধাপে উপজেলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপ ১০ মার্চ, দ্বিতীয় ধাপ ১৮ মার্চ। ২৪ মার্চ তৃতীয় ধাপের পর ৩১ মার্চ হবে চতুর্থ ধাপের ভোটগ্রহণ। ১৮ জুন হবে শেষ ধাপের ভোট।