ওজনে কারচুপি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নগরীর বায়েজিদে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ।

শনিবার ( ৯ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বা‌য়ে‌জিদ থানায় সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান তদার‌কিমূলক অ‌ভিযান পরিচালনা করেন।

অভিযান কালে ৭টি প্র‌তিষ্ঠান প‌রিদর্শন ক‌রে ৩টি প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে ২২ হাজার জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এসময় ৭টি কম ওজ‌নের বাটখারা, মেয়াদ উত্তীর্ণ ও অ‌নিব‌ন্ধিত ওষুধ জব্দ করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, বা‌য়ে‌জিদ থানার হা‌শেম বাজারে আলমগী‌রের মুরগীর দোকান‌কে কম ওজ‌নের বাটখারা ব্যবহার করায় ২ হাজার টাকা, ওজ‌নে কারচু‌পি করায় ইসমাঈল সওদাগ‌রের মাংসের দোকান‌কে ৫ হাজার এবং আতুরার ডি‌পো এলাকার এস‌বি ম‌দিনা ফা‌র্মে‌সি‌কে অ‌নিব‌ন্ধিত বি‌দেশি ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন ওষুধ বিক্র‌য় এবং সংরক্ষণের দায়ে ১৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়।