বায়েজিদে হযরত তৈয়্যব শাহ’র সালানা ওরশ

রযভীয়া মাদ্রসা উদ্বোধন
নগরীর বায়েজিদ কুলগাঁও শহীদুল্লাহ মার্কেটে আ’লা হযরত ইমাম আহমদ রেযা যুব কাফেলা বাংলাদেশের উদ্যাগে গাউছে জামান হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ২৮তম সালানা ওরশ মোবারক ও তা’লিমুল কুরআন রযভীয়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মাহফিল কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আলী আল-কাদেরীর সভাপতিত্বে ১৭ আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিউর রহমান আল-কাদেরী। বিশেষ বক্তা ছিলেন আল্লামা সৈয়দ হাসান আজহারী। উপস্থিত ছিলেন আল্লামা শেখ আরিফুর রহমান, আল্লামা শফিউল আলম, আলাহাজ্ব মুহাম্মদ শহিদ উল্লাহ, সামশুল আলম চৌধুরী, হাফেজ মাওলানা তাউরীত, শেরে আলী রেযা, আলী আকবর রেযা, মাওলানা আবু দাওত রেযা, মাওলানা হাফেজ আব্দুল আহাদ ছিদ্দিকী রেযা, তাবিনুল ইসলাম রেযা, মোহাম্মদ আবু, মুহাম্মদ নাছির, এনামুল হক, ইয়াকুব, গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানা শাখার সভাপতি হাজী আব্দুল হামিদ, সাধারন সম্পাদক আলহাজ সৈয়দ হাবীবুর রহমান, খন্দকার ইরশাদুল আলম হিরা, মুহাম্মদ শাদ্দাম, হাফেজ মাওলানা ইছমাইল, বদিউল আলম রেজভী, ইব্রাহীম, শায়ের মাওলানা মুখতার আহমদ রজভী, ইমদাদুল ইসলাম কাদেরী প্রমূখ।