মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার শোক দিবস পালন

 

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার আয়োজনে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্টেডিয়াম সংলগ্ন রেড চিলি রেস্টুরেন্টে সংগঠনের সম্মানিত সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ন সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি, মোঃ শাহ্ আলম, মিজানুর রহমান বাপ্পি, মোর্শেদ আলম, মঞ্জুর আলম, ওসমান আবেদি, সালমা বেগম সহ সংগঠনের কর্মকর্তা ও সদস্য বৃন্দ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্বপ্নদ্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন সারথী।