শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরেছে স্থানীয় জনতা।
উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকা থেকে অজগরটি ধরা হয়। অজগর সাপটি ধরে লোহার খাচায় বন্দি করে রাখা হয়। অজগরটির উচ্চতা প্রায় ১২ ফুট। স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে অজগর সাপটি লোকালেয়ে আসলে স্থানীয় জনতা ধরে ফেলে। এই প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাউজান ঢালা বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা এস. এম আবদুর রশিদ বলেন, এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি। কেউ আমাদের জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হতো।










