নিজস্ব সংবাদদাতাঃচট্টগ্রামের হাটহাজারীতে ১৫ আগষ্ট পর্যন্ত এ যাবৎ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭৩৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসক,সাংবাদিক, নার্স ও স্বাস্থ্যকর্মী
রয়েছেন। এদের৷ মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের।
স্বাস্থ্য প্রকল্পে আউটডোরে করোনা রোগীদের জন্য আলাদা শেড নির্মাণ করা করা হয়েছে ; সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা, এ এস এম ইমতিয়াজ হোসাইন
বলেন,স্বাস্থ্য প্রকল্পের ৩টি জরুরী বিভাগে, ৩টি কেবিনে, ১৬টি ওয়ার্ডে অক্সেজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ৬ হাজার ৮’শ লিটার ধারণ ক্ষমতার সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা যাবে বলে জানান চিকিৎসকরা।
তিনি আরো বলেন, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিয়ে গেলেও অনেক রোগী তাদের রোগ সম্পর্কে চিকিৎসকের কাছে গোপন রাখার কারনে আক্রান্ত হচ্ছেন সেবাদানকারীরা।
অপরদিকে, জনগনের টাকায় দেশে সর্বপ্রথম গড়ে উঠা “ফটিকছড়ি কোভিড-১৯ হাপাতালে “বর্তমানে ১০ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। গেল ২ আগষ্ট থেকে এ হাসপাতালের কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেত্ত্বত্বে এ কোভিড হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।











