স্বাধীনতা আমাদের চেতনা ‘র জাতীয় শোক দিবস পালন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা আমাদের চেতনা’র চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ১৫ আগষ্ট বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ একটি রেস্তুরায় অনুষ্টিত হয়। সভায় বক্তারা বলেন, সমাজের সকল স্তরের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জানোনোর মধ্য দিয়ে নতুন প্রজম্ম দেশ ও দেশের জনকের কথা জানতে পারবেন । সংগঠনের সভাপতি ওমর ফারুক রনি সভাপতিত্ব ও সাধরন সম্পাদক রিপন সিং অপু পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা এম. রহিম পারভেজ, নারী নেত্রী সাবিনা আক্তার, ছড়াকার সাংবাদিক তসলিম খাঁ, পলাশ নন্দী, আশারাফ উদ্দিন রবিন, স্বপন শিং, সজল হাজারী, মো. খোরশেদ আলম, শিক্ষক সালমা জাহান সুমি, বেলাল হোসেন, বাবলা আচার্য্য, কৃষ্ণ আচার্য্য, মো. খলিল, মো. জয়নাল ও মো. সাইফুল প্রমূখ। অনুষ্টানের শুরুতে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন পবিত্র কোরান তেলয়াত করেন মো, বেলাল এবং সকলে এক মিনিট নীরবতা পালন করেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এম. রহিম উদ্দিন পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।