মুফতি ওবায়দুল হক নঈমী (রহ:) ছিলেন,ক্ষণজন্মা এক মহা পুরুষ

বাঁশখালীতে গাউছিয়া কমিটির স্বরণ সভায় বক্তাগণ:

সিলসিলায়ে কাদেরীয়া আলীয়ার মুখপাত্র, আহলে সুন্নাত ওয়াল জাম’য়াত বাংলাদেশের চেয়ারম্যান, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার শায়খুল হাদীস শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী (রহ:) ছিলেন, বর্তমান সময়ের ক্ষণজন্মা এক মহা পুরুষ। এ দেশে ইসলামের মূলধারার পক্ষে সুফিবাদি দর্শন বিস্তারে তাঁহার অবদান ছিল অপরিসীম। মিল্লাত-মাযহাবের দুঃসময় ও বাতিলদের যে কোন বিষয়ে জবাব দানে তিনি ছিলেন অগ্রগামী। শরীয়ত ও ত্বরীক্বতের গভীরতার কারণে বাতিলগণ তাঁহার মুখামুখি হতে চাইতনা। যার ফলশ্রæতিতে শেরে মিল্লাত তথা মাযহাব বা দলের বাঘ হিসেবে তাঁহার অধিক পরিচিতি হয়। দীর্ঘ জীবন হাদিস দরসদানের ফলে এই মহান দ্বীনি আলেমের হাজার হাজার ছাত্র সৃষ্টি হয়ে দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। ত্বরীক্বত জগতে তিনি তাঁহার পুরো জীবন স্বীয় পীরের খেদমতে ব্যায় করার ফলে আপন মুর্শিদ তাঁহার ইন্তেকালে বলেছিলেন, এ ত্বরীকায় এমন মুফতি আর হবেনা। স¤প্রতি গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা (উত্তর) শাখার ব্যবস্থাপনায়, গুনাগরিস্থ মাইশা ক্লাবে সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুর রহিম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ এ কথা বলেন। এতে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাঁশখালী উপজেলার উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আনোরুল আজিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মুহাম্মদ এরশাদ খতিবী, দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক আলমগীর ইসলাম বঈদী।
উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে মাওলানা আনোয়ার হোসেন, মাও.মুফতি আবুল কাশেম তাহেরী, মাও.আবদুল মান্নান রেজভী, মাও.মনিরুল ইসলাম তৈয়্যবী, মাও. শফিকুর রহমান ফারুকী, কাজী মুহাম্মাদ শাহেদ, ওয়াকিল আহমদ সওদাগর, মাও. এনামুল হক কাদেরী, মাও.এহছানুল হক, রায়হান উদ্দীন, মাও. হাবিবুর রহমান, মজিবুর রহমান সওদাগর, হাফেজ মাও.জসিম জসিম উদ্দিন, মাও.নাছির উদ্দীন, মাষ্টার ইকরামুল হক, মাষ্টার মুবিন, ইঞ্জিনিয়ার শফিক আহমদ, মাও. নুরুল ইসলাম, হাফেজ শওকত আলী, শাহজাদা মাও. শফিউল বশর নঈমী, মাও. নুরুল কবির, মাও.ফজলুল হক, মিজানুর রহমান ও আতিক প্রমূখ।