২ হাজার টন অপরিশোধিত চিনিসহ লাইটার ডুবি

বঙ্গোপসাগরের হাতিয়া ঠেংগার চর এলাকায় ২ হাজার টন অপরিশোধিত (র) চিনিসহ ‘এমভি সিটি ১৪’ জাহাজটি ডুবে গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে চিনি খালাস করে নারায়ণগঞ্জের রূপসী ঘাট নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিওটিএর উপ পরিচালক মো. সেলিম জানান, ৩ নম্বর সংকেতের কারণে সাগর উত্তাল থাকায় ‘সিটি ১৪’ জাহাজের খোপে (হ্যাজে) পানি ঢুকে যায়। এতে অপরিশোধিত চিনি গলে যায়। জাহাজের মাস্টার দ্রুত জাহাজটি ঠেংগার চরের চরায় তুলে দেন। এখন জোয়ারে জাহাজটির মাস্তুল ও ভাটায় ব্রিজ দেখা যায়। জাহাজটির মালিক গ্রুপের আরেকটি লাইটার ‘রূপসী-১’ নাবিকদের নিরাপদে উদ্ধার করে।

ডুবে যাওয়া জাহাজটি নৌরুট থেকে ২ নটিক্যাল মাইল দূরে থাকায় অন্য জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।