রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক রনেন্দ্র চাকমা রিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।
রনেন্দ্র চাকমা রিন্টু করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি ঘটলে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় মারা যান।
মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে যান।
শোক বার্তায় আমীর খসরু বলেন, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রনেন্দ্র চাকমা রিন্টুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি বিএনপির একজন দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ ছিলেন। দলের সংকটকালে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। দলের দুঃসময়ে সব সময় নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করতেন। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য কষ্টের।









