বিনম্র শ্রদ্ধায় স্মরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।
এরপর আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজে আয়োজিত যৌথ আলোচনা সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক নেতারা আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিইউজের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম।

সভাপতির বক্তব্যে আলী আব্বাস বলেন, রাজনৈতিক প্রশ্নে মতভিন্নতা থাকলেও বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রশ্নে আমরা অভিন্ন। যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। বঙ্গবন্ধু বাংলার মানুষের কাছে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এটি প্রমাণ করে বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি খুনিরা।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে প্রেস ক্লাব সভাপতি বলেন, আমরা তাঁর এগিয়ে যাওয়ার পথে পাশে আছি।

আলোচনায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিকবান্ধব। তিনি সাংবাদিকদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় যুগান্তকারী অবদান রেখে গেছেন।

সাংবাদিক নেতারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক নয়াবাংলা সম্পাদক জিএম এনায়েত উল্লাহ হিরু, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেব প্রসাদ দাশ দেবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী নির্বাহী সদস্য স ম ইব্রাহিম, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, ডেপুটি প্রধান তৌহিদুল আলম, প্রতিনিধি ইউনিটের ডেপুটি প্রধান সোহেল সরওয়ার, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সিনিয়র সাংবাদিক মাহবুবুল আলম, মোরশেদ আলম, শিশির বড়ুয়া, মাখন লাল সরকার, আবুল হাসনাত, কামাল উদ্দিন খোকন, মান্নান মেহেদী, মোহাম্মদ ফারুক, রণজিৎ দে, সুভাষ কারণ, জামাল উদ্দিন ইউসুফ, প্রভাত চন্দ্র বড়ুয়া, আল রাহমান, রাজেশ চক্রবর্তী, আরিফুর সবুজ, সুবল বড়ুয়া প্রমুখ।

সভা শেষে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত, বিশ্বের করোনামুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।

সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব, সিইউজে, বিএফইউজে, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় নগরের চট্টগ্রাম শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকষ দল এ সময় সশস্ত্র সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

 

বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ চট্টগ্রামে। ছবি: বাংলানিউজ

বিভাগীয় কমিশনার এবিএম আজাদের নেতৃত্বে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর চট্টগ্রামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সর্ব সাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়।

 

বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ চট্টগ্রামে। ছবি: বাংলানিউজ

চট্টগ্রামের রাজনীতিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ভরে উঠে শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে স্থাপন করা জাতির পিতার প্রতিকৃতি।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর চট্টগ্রাম শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এবং পুলিশ সুপার এসএম রশিদুল হক।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

 

বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ চট্টগ্রামে। ছবি: বাংলানিউজ

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে আরও শিকার হয়েছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ দেশবরেণ্য সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের সংগঠক যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তার মন্ত্রিসভার অন্যতম সদস্য কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ শিশুপুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুলাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু ও বঙ্গবন্ধুর জীবনরক্ষায় এগিয়ে আসা প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ।

 

বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ চট্টগ্রামে। ছবি: বাংলানিউজ

জাতীয় এই শোকের দিনে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। চট্টগ্রামসহ সারা দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি।