পটিয়া বাস-মিনিবাস মালিকদের যৌথ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: পটিয়া বাস-মিনিবাস মালিকদের এক যৌথ সভা গতকাল শুক্রবার বিকেল পটিয়া বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়। এতে মালিক পক্ষে’র নেতা মো: সেকান্দার কোম্পানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাস-মিনিবাস মালিক পক্ষে’র নেতা ওয়াহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও বাস মালিক পক্ষে’র নেতা প্রজ্ঞাজ্যোতি বড়–য়া লিটন। মো: রেজাউল করিম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বাস-মিনিবাস মালিক পক্ষের নেতা মো: সেলিম, মনসুর আলম, শাহজাহান, মনির কোম্পানী, কল্যাণ কোম্পানী, সাগর দত্ত, সোলাইমান, ইউসুফ, স্বপন, অনন্ত বাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম শাহ আমানত সেতু চত্ত¡র থেকে পটিয়া-রোশানাহাট পর্যন্ত যান্ত্রিক ক্রুটিযুক্ত, ফিটনেস ও রোড পারমিট বিহীন লেগুনা/লুহাঙ্গা আরকান সড়কে চলাচল করছে। বেশিভাগ চালকের কোন ড্রাইভিং লাইন্সেন নাই। যার কারণে অদক্ষ চালক দিয়ে এ সকল গাড়ি মহাসড়কের চলাচলের ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূঘর্টনা। তাই পটিয়া বাস-মিনিবাস মালিকদের পক্ষ থেকে আরকান সড়কে লেগুনা/ লুহাঙ্গা চলাচল বন্ধ করার দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবহিত করেছেন বলে তারা জানান।
সভা শেষে সর্বসম্মতিক্রমে পটিয়া বাস-মিনিবাস কল্যান সমিতি গঠন করা হয়। কমিটি’র নেতৃবৃন্দরা হলেন, হাজী মো: সেলিম, মো: আবুল কালাম, মো: আলী টিপু, মো: ইউছুপ, সাগর কুমার দত্ত, মো: শাহজাহান।