শোক দিবসে ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ঘর ও দোকান পেলেন তারা

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ার বাসি›দ্বা প্রয়াত মানিক জলদাশের পুত্র সবুজ জলদাশ, নন্দী পাড়া এলাকার প্রতিব›দ্বী মহিউদ্দিনকে সেমি পাকা করে ঘর নির্মান করে দেওয়া হচ্ছে। রাউজান ফকির হাট বাজারে ডাবুয়া ইউনিয়নের হাসান খীল এলাকার দরিদ্র প্রতিব›দ্বী সেকান্দর হোসেনকে সব্জির দোকান, ডাবুয়া ইউনিয়নের হাসান খীল ফুল টিলায় দরিদ্র প্রতিব›দ্বী জামাল উদ্দিনকে মুদির দোকান করে দেওয়া হয় । এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ায় কালিবাড়ী বিগ্রহ মন্দির নির্মান করে দেওয়া হয়েছে । গতকাল ১৪ আগষ্ট শুক্রবার বিকালে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডে দু প্রতিব›দ্বীকে নির্মান করে দেওয়া সেমি পাকাঘর, ফকির হাট বাজারে দরিদ্র প্রতিব›দ্বী সেকান্দরের সব্জির দোকান, ডাবুয়ার ফুলটিলায় দরিদ্র প্রতিব›দ্বী জামাল উদ্দিনের মুদির দোকান উদ্বোধন করেন সাংসদ পুত্র তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুমন দে, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়্রাম্যান আলহাজ¦ আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফু উদ্দিন চৌধুরী সাবু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্রূর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, আওয়ামী লীগ নেতা বদরুল হায়দার চৌধুরী হারু, দোলন দাশ গুপ্ত, যুবলীগ নেতা সিরাজুল মুনির শাওন, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আশিফ, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারন সম্পাদক ফয়সল মাহমুদ, যুবলীগ নেতা আসাদ, লিটন দেবনাথ, এরশাদ, মেম্বার আজাদ হোসেন সিকদার, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ মাহমুদ প্রমুখ ।